Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিমের ‘লাল লিপিস্টিক’


১২ জানুয়ারি ২০১৮ ১১:৪১ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ১৩:৫২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

আইটেম গানে আগেও নেচেছেন বিদ্যা সিনহা সাহা মিম। তবে শাকিবের সঙ্গে জুটি বেঁধে এই প্রথম আইটেম গানে নাচলেন এই লাস্যময়ী। গতকাল রাতে কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আমি নেতা হবো’ সিনেমার ‘লাল লিপস্টিক’ শিরোনামের এই গান।

প্রিয় চ্যাটার্জির লেখা এ গানে সুর করেছেন আকাশ। গেয়েছেন কলকাতার তৃষা চ্যাটার্জি ও আকাশ। পুরো গানজুড়ে বেশ প্রাণবন্ত ভাবে নেচেছেন মিম।

‘আমি নেতা হবো’ চলচ্চিত্রে মিমের বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। এ চলচ্চিত্রে মিমের চরিত্রটি একজন যাত্রাদলের মেয়ের। গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে সিনেমার দৃশ্যধারণ করা হয়। ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রটিতে শাকিব-মিম ছাড়াও আরও আছেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াৎ প্রমুখ।

প্রসঙ্গত, শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের এটি দ্বিতীয় ছবি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার প্রাণের প্রিয়া’। এর মধ্যে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর