প্রেক্ষাগৃহে নির্বাচনের প্রভাব, সাত হলে দুই সিনেমা
২১ ডিসেম্বর ২০১৮ ১৪:২১
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অনেকটা উত্তাপহীনভাবে আজ (২১ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। সিনেমা দুটি হলো- তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’ এবং শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’।
তবে সিনেমা দুটি উল্লেখ করার মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এরমধ্যে ‘স্বপ্নের ঘর’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সসহ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে। আর অর্পিতা মুক্তি পেয়েছে মাত্র দুটি সিনেমা হলে।
‘স্বপ্নের ঘর’ কম সংখ্যাক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কারণ হিসেবে অংশু রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন। তবে তিনি জানান, নির্বাচনের পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বেশি সিনেমা হলে মুক্তি দেয়া হবে।
সম্পূর্ণ ভৌতিক ঘরানার ছবি ‘স্বপ্নের ঘর’। ব্ল্যাক ম্যাজিকের ওপর পুরো সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। এর আগে দেশে এই ধরনের গল্পর ছবি নির্মিত হয়নি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শিমুল খান ও কাজী নওশাবা।
অন্যদিকে ‘অর্পিতা’ মুক্তি পাচ্ছে মাত্র দুটি সিনেমা হলে। স্টার সিনেপ্লেক্স ও টাঙ্গাইলের কেয়া সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তথ্যটি জানা গেছে।
একজন নিম্ন মধ্যবিত্ত সিঙ্গেল মাদারের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি। গোলাম ফরিদা ছন্দা ছবির কেন্দ্রীয় চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
সারাবাংলা/আরএসও/পিএ