সোনালী মানুষদের স্মরণে প্রাচ্যনাটের ‘খাঁচা ভাঙ্গার গান’
২১ ডিসেম্বর ২০১৮ ১৫:২০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
রুপালী ফিতার সোনালী মানুষদের স্মরণ করবে নাটকের দল প্রাচ্যনাট। সদ্য প্রয়াত চিত্রপরিচালক আমজাদ হোসেন, চিত্রপরিচালক সাইদুল আনাম টুটুল এবং চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে নাটকের দলটির এই আয়োজন। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলের লবিতে পরিবেশন করবে মিউজিক্যাল ইম্প্রোভাইজেশন পারফর্মেন্স ‘খাঁচা ভাঙ্গার গান’।
এছাড়াও সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের নাটক ‘সার্কাস সার্কাস’। এই প্রদর্শনীটিও প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুল -এর উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।
প্রাচ্যনাটের চতুর্থ প্রযোজনা ‘সার্কাস সার্কাস’ রচনা এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ‘সার্কাস সার্কাস’ প্রাচ্যনাটের প্রথম মূলধারার নাট্য প্রযোজনা। একঝাঁক তরুণের এক সাহসী পদক্ষেপ এই ‘সার্কাস সার্কাস’। প্রথম প্রদর্শনীর পর পরই প্রযোজনাটি সেই বছরের সেরা প্রযোজনা গুলোর একটি হিসেবে মর্যাদা পায়।
সারাবাংলা/পিএ