Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘পুত্র’


২১ ডিসেম্বর ২০১৮ ১৭:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা থিয়েটার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চলতি বছরেই প্রতিষ্ঠার ৪৫ বছর পার করেছে ঢাকা থিয়েটার। দেশের পুরনো ও ঐতিহ্যবাহী নাটকের দলগুলোর মধ্যে ঢাকা থিয়েটার অন্যতম। প্রতিষ্ঠার ৪৫ বছরে ঢাকা থিয়েটারের নাটক প্রযোজনার সংখ্যা ৪৬টি। ২১ ডিসেম্বর মঞ্চস্থ হতে যাচ্ছে দলটির ৪৭ তম প্রযোজনা।

নতুন নাটকটির নাম ‘পুত্র’। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা নাটক থেকেই ‘পুত্র’ নাটকের নির্দেশনা দিয়েছেন মঞ্চ কুসুম শিমুল ইউসুফ।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় হবে ‘পুত্র’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। যারা আজকে নাটকটি দেখতে পারবেন না, তাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় হবে নাটকির দ্বিতীয় মঞ্চায়ন।

বিজ্ঞাপন

নাটকের গল্প গড়ে উঠেছে আত্মঘাতী পুত্র মানিকের মৃত্যুকে কেন্দ্র করে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এশা ইউসুফ, সামিউন জাহান দোলা, আসাদুজ্জামান আমান, মিলু চৌধুরীসহ অনেকে।

নাটকের কোরিওগ্রাফিও করেছেন এশা ইউসুফ, আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক, যন্ত্র সংগীত পরিকল্পনা করেছেন সৌজন্য অধিকারী। আর নাটকের শিল্প নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত শিল্পী ঢালী আল মামুন।

সারাবাংলা/পিএ

উদ্বোধনী মঞ্চায়ন ঢাকা থিয়েটার নাটক পুত্র মঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর