Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাবত’ মুক্তি না দেওয়ার দাবিতে সমাবেশ, আটক ৯৬


১২ জানুয়ারি ২০১৮ ১৬:০৭

এন্টারটিইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পদ্মাবত’ মুক্তি না  দেওয়ার দাবিতে সরব হয়েছে ভারতের কার্নি সেনারা। শুক্রবার তারা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সংবাদ সংস্থা এএনআই বলছে, প্রতিবাদী সমাবেশ থেকে ৯৬ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ।

পদ্মাবত সম্পর্কে কার্নি সেনাদের একজন-জিভান সিং সোলাঙ্কি বলেন, ‘কোনো উপায়েই আমরা এই সিনেমাকে মুক্তি দিতে দেব না। কিছু প্রদেশ এরই মধ্যে আমাদের সঙ্গে একমত হয়েছে। তারা চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, যেন এই সিনেমাকে আমাদের দেশে মুক্তি নিষিদ্ধ করে। কারণ পদ্মাবতে রাজপুত জাতি-গোষ্ঠীর ঐতিহ্য-সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

তাদের আশঙ্কা দূর করতে, মুক্তির আগেই যদি পদ্মাবত ছবিটি তাদের দেখানো হয়? এমন প্রস্তাবে সোলাঙ্কি বলেন, ‘রাজপুত জাতি-গোষ্ঠীর সব কিছুই এই ছবিতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এই ছবি দেখতে চাই না। এটা নিষিদ্ধ হতেই হবে।’

বীরেন্দ্র সিং, কার্নি সেনাদের আরেক মুখপাত্র বলেন, ‘এই প্রতিবাদে কার্নি সেনাদের সঙ্গে যোগ দিয়েছে রাজপুত অ্যাসোসিয়েশন।’

পাঁচটি পরিবর্তন এনে পদ্মাবতকে ছাড়পত্র দেয় ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। এই পাঁচ পরিবর্তনের একটির কারণে ‘পদ্মাবতির’ নাম পাল্টে হয়েছে ‘পদ্মাবত’।

‘পদ্মাবত’ মুক্তির কথা রয়েছে ২৫ জানুয়ারি। ইতোমধ্যেই রাজস্থান এবং গুজরাটে চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হয়েছে।

সারাবাংলা/পিএ

পদ্মাবত


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর