Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুদ্ধশিশু’তে অভিনয় করছেন না শমী কায়সার


১২ জানুয়ারি ২০১৮ ১৭:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ঢাকা: ‘যুদ্ধশিশু’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শহীদুল হক খান। ১১ জানুয়ারি সন্ধ্যায় মহরত হয়ে গেলো অনেকটা জাঁকজমক আবহে। ওখানেই নির্মাতা একপর্যায়ে ঘোষণা দেন, ‘শমী কায়সার আমাকে মেসেজ পাঠিয়েছে একটু আগে। সে এ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবে।’

নিশ্চিত হওয়ার জন্য শমী কায়সারের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান উল্টো কথা। একবাক্য ফিরতি টেক্সট পাঠান শমী, ‘না, করছি না।’

শমী কায়সার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বেশ আগে, ২০০২ সালে, চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’য়। ‘লালন’-এও ছিলেন তিনি, যেটি মুক্তি পেয়েছিলো এর বছর দুই পর। অনেকদিন ধরেই তিনি শুধু চলচ্চিত্র নয়, অনিয়মিত ছোটপর্দাতেও।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেবিএন/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর