সাইদুল আনাম টুটুল স্মরণে সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
২৩ ডিসেম্বর ২০১৮ ১৭:১২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘সূর্যদিঘল বাড়ি’ সিনেমার চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল। এই ছবিতে অসামান্য কাজের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশের চলচ্চিত্র আন্দোলনে ছিলেন সক্রিয় কর্মী। তার পরিচালিত ‘আধিয়ার’ ছবিটি বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়। বরেণ্য এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ১৮ ডিসেম্বর পাড়ি জমান অদেখালোকে।
আরও পড়ুন : মা-বাবা’র পাশেই চিরনিদ্রায় আমজাদ হোসেন
চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইদুল আনাম টুটুলকে শ্রদ্ধা জানাতে এক হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড এবং বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। শিল্পকলাসহ সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে প্রয়াত এই চলচ্চিত্রকার, চলচ্চিত্র সম্পাদক, চলচ্চিত্র সংসদকর্মী ও মুক্তিযোদ্ধা সাইদুল আনাম টুটুলকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্মরণ করা হবে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘সাইদুল আনাম টুটুল স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে। স্মরণসভায় সাইদুল আনাম টুটুল-এর পরিবারের সদস্য, সহকর্মী, চলচ্চিত্র এবং নাট্যাঙ্গনের পরিচালক, সম্পাদক, অভিনয়শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তাদের মধ্যে অনেকেই সাইদুল আনাম টুটুলের সঙ্গে তাদের ব্যক্তিগত স্মৃতিচারন করবেন।
স্মরণসভা শেষে সাইদুল আনাম টুটুল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আধিয়ার’ প্রদর্শিত হবে।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. চাওয়ার চেয়েও বেশি পেলেন সারা আলী খান
. দেশের বাইরে যাচ্ছে ‘দহন’
. শাহরুখকে দেখতে চান ভক্ত মালালা
. নকশী কাঁথার মাঠ অবলম্বনে চলচ্চিত্র ‘নকশী কাঁথার খোঁজে’