Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর


১৩ জানুয়ারি ২০১৮ ১২:৪৯

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

দীর্ঘ বিরতির পর পুনরায় পালাকার মঞ্চে নিয়ে আসছে ‘বাংলার মাটি বাংলার জল’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সব্যসাচী নাট্যকার সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রনাট্য নির্দেশক আতাউর রহমান।

১৪ জানুয়ারি রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় ‘বাংলার মাটি বাংলার জল’ নাটকের ২৮তম প্রদর্শনী অনুষ্ঠি হবে।

কেন্দ্রীয় চরিত্র রবীন্দ্রনাথকে ঘিরেই আবর্তিত হবে নাটকের কাহিনী। ফলে বাংলাদেশ এবং বিশ্বের নাট্যমঞ্চে এই প্রথম রবীন্দ্রনাথ চরিত্র হিসেবে আবির্ভূত হচ্ছেন। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজী ইন্দিরা দেবী চরিত্রটিও। সঙ্গে তৎকালীন বাংলাদেশ তথা শিলাইদহ, পতিসর, শাহজাদপুরের বিচিত্র মানুষজনকেও দেখা যাবে এই নাটকে।

‘বাংলার মাটি বাংলার জল’ নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে অভিনয় করবেন শামীম সাগর। ইন্দিরা দেবী চরিত্রে অভিনয় করবেন দিপ্তা রক্ষিত লাভলী।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর