Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনো নৌকার প্রচার করছেন তারকারা?


২৬ ডিসেম্বর ২০১৮ ১৬:১২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই এগিয়ে আসছে, প্রচারে ততোই কৌশলী হচ্ছে রাজনৈতিক দলগুলো। বেশির ভাগ রাজনৈতিক দলের পক্ষেই তাদের কর্মীরা প্রচারণা চালাচ্ছেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কর্মীদের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন শোবিজ জগতের সফল তারকারাও। নিয়মিতই বিভিন্ন রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন ধরণের ভিডিও বার্তায় নৌকা প্রতীকের হয়ে ভোট চাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে প্রচার শুরু হওয়ার পর প্রথমেই আলোচনায় আসেন বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে গোপালগঞ্জসহ বেশ কয়েকটি নির্বাচনী আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান এই দুই নায়ক।

ফেরদৌসের কাছে সারাবাংলার এই প্রতিবেদক জানতে চেয়েছিলো, ‘কেন নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি?’ তখনো একটি নির্বাচনী প্রচারণায় থাকায় কিছুটা সময় চেয়ে নেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক। পরে জানান, উন্নয়নের যে গতি সেটি টিকিয়ে রাখার জন্যই নৌকার হয়ে প্রচারণা করছেন তিনি। ফেরদৌস বিশ্বাস করেন, ‘আওয়ামী লীগের বিজয় মানেই বাংলাদেশের বিজয়।’

একই প্রশ্নে রিয়াজ বলেন, ‘আমি আমার নৈতিক দায়িত্ব থেকে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছি। কারণ বিগত দশ বছরে দেশের যে বদল হয়েছে সেটা আমি বেশ ভালোভাবেই প্রতক্ষ্য করেছি। আমরা চাইনা উন্নয়নের এই ধারায় কোনো প্রকারে বিঘ্ন ঘটুক। এটা আমার নৈতিক দায়িত্ব, আমি মনে করি এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব, যদি এরা বাংলাদেশকে ভালোবাসে তাহলে যেন নৌকায় ভোট দেয়।’

বিজ্ঞাপন

ময়মনসিংহ-৩ [গৌরীপুর] আসন থেকে এবার নৌকার মনোনয়ন চেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নির্বাচনে লড়ার টিকিট না পেলেও নৌকার হয়ে নিয়মিতই প্রচারণায় দেখা যাচ্ছে তাকে। মঙ্গলবার [২৫ ডিসেম্বর] গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদের হয়ে একটি নির্বাচনী সমাবেশেও পরিচালনা করেছেন জ্যোতি। যেখানে রোকেয়া প্রাচী,  আহমেদ রুবেল, অরুনা বিশ্বাসসহ আরও অনেক তারকারা নৌকার পক্ষে বক্তৃতা করেন।

সারাবাংলাকে জ্যোতি বলেছেন, ‘আমিই একমাত্র অভিনেত্রী যিনি নিজ আসনে নৌকার জন্য একটি নির্বাচনী সমাবেশ পরিচালনা করেছি। এটা করছি কারণ আরও পাঁচ বছরের জন্য শেখ হাসিনাকে দরকার। বাংলাদেশ এখন একটি জায়গায় এসে পৌঁছেছে, যেখানে দুনিয়ার সব মানুষ দেশটিকে ভালোভাবে চিনতে শুরু করেছে। আমি চাই না সুন্দরভাবে পরিচিত হওয়ার এই পর্বটি এখানেই থেমে যাক।’

আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচীও। মহাজোটের রাজনৈতিক সমীকরণের জন্য শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়িয়েছেন। তবে নৌকার হয়ে দারুণ প্রচার চালাচ্ছেন এই তারকা। রোকেয়া প্রাচী বলেন, ‘আমি সংস্কৃতির মানুষ। এদেশে সংস্কৃতিবান্ধব পরিবেশ টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে সরকারে দরকার। শেখ হাসিনা একজন চমৎকার রুচিশীল মানুষ। তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাকে আবার আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনিই পারবেন বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। ’

রাজনীতিতে খুব একটা পরিচিত না হলেও নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন অভিনেতা জাহিদ হাসান, শাহরিয়ার নাজিম জয়, তারিন, শাকিল খান, মাজনুন মিজান, গায়ক তাহসান, অভিনেত্রী পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, নায়ক ইমনসহ আরও অনেকে। এদের সবাই মূলত ‘উন্নয়নের ধারা’ অব্যাহত দেখতে চান বলেই সারাবাংলার এই প্রতিবেদকের কাছে মতামত দিয়েছেন। যে কারণে আওয়ামী লীগের হয়ে প্রচারণা চালাচ্ছেন।

সারাবাংলা/টিএস/পিএম

আওয়ামী লীগ আহমেদ রুবেল জ্যোতিকা জ্যোতি তারিন তাহসান ফেরদৌস মাজনুন মিজান রিয়াজ রোকেয়া প্রাচী শাকিল খান সায়মন

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর