নির্বাচনের কারণে সব ধরনের শুটিং বন্ধ
২৯ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
রাত পেরোলেই (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ মানুষের পাশাপাশি ভোট প্রদাণ করবেন শোবিজ অঙ্গনের তারকারা।
তারকাদের পাশপাশি ভোট দেবেন নাটক-চলচ্চিত্রের সঙ্গে জড়িত পরিচালক এবং কলাকুশলীরা। সেকারণে আজ (২৯ ডিসেম্বর) ও আগামীকাল (৩০ ডিসেম্বর) সকল ধরণের শুটিং বন্ধ রয়েছে। যদিও এটা অলিখিত, লিখিত কোন ঘোষণা নয়।
এ প্রসঙ্গে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক সারাবাংলাকে বলেন, ‘ভোট আমাদের জন্য উৎসবের মতো। সাধারণ মানুষের মতো মিডিয়ার সঙ্গে জড়িতরা এ উৎসবে শামিল হবেন। সেকারণে তারা শুটিং করছেন না। কোথাও শুটিং হচ্ছে বলে আমার কানে আসেনি।’
আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আসলে সবাই নিজ থেকেই শুটিং বন্ধ করে দিয়েছেন। তাই কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার প্রয়োজন মনে করিনি।’
এদিকে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘সিনেমা পাড়ায় শুটিং হচ্ছে বলে আমার জানা নেই। নির্বাচন উপলক্ষ্যে শুটিং বন্ধ থাকার কথা।’
নির্বাচনের পর দেশের পরিস্থিতি বিবেচনায় শোবিজ তারকারা পুণরায় শুটিংয়ে ফিরবেন বলে জানান এই দুজন।
ফাইল ছবি
সারাবাংলা/আরএসও/পিএ