Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারো চ্যানেলে ‘দহন’


২৯ ডিসেম্বর ২০১৮ ১৭:১০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নভেম্বরের ৩০ তারিখে মুক্তি পাওয়া ‘দহন’ বেশ ভালো উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশে। সিনেমাটি যেমন ব্যবসা করেছে তেমনি চলচ্চিত্র প্রেমীদের প্রশংসাও কুড়িয়েছে বেশ। তবে হঠাৎ করেই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে টেলিভিশন পর্দায়। শনিবার (২৯ ডিসেম্বর) বারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে ‘দহন’।

দহন প্রযোজক আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, বড়পর্দা রেখে কেন ছোটপর্দায় ‘দহন’ দেখানো হলো? জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার বলেন, ‘আমরা চাচ্ছিলাম ছবিটি সবাই দেখুক। এজন্যই ছবিটি টেলিভিশনে দেওয়া। তবে এ ব্যাপারে রাতে আমি বিস্তারিত জানাব।’

ছবিটি টেলিভিশনে চলে আসায় কোন আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাওয়া হলে আজিজ জানান, বেশ ভালো দামেই ছবিটিকে টেলিভিশনে দেওয়া হয়েছে। প্রথম সপ্তাহে সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দহন’ চতুর্থ সপ্তাহে এসে আশিটির মতো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছিল। তবে টেলিভিশনে ছবিটি চলে আসায় এইসব প্রেক্ষাগৃহে ছবিটি চলবে কিনা সে ব্যাপারে নিশ্চিত কোন তথ্য দিতে পারেননি আব্দুল আজিজ।

‘দহন’ রাজনৈতিক নিরীক্ষাধর্মী সিনেমা। ক্ষমতা পরিবর্তনের খেলায় কোনও প্রাণ যেন অকালে ঝরে না পড়ে- এটিই হচ্ছে ছবিটির মূল বক্তব্য। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। এ দুজন ছাড়াও জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শিমুল খান, মুনিরা মিঠু অভিনয় করেছেন ছবিটিতে। ‘দহন’ পরিচালনা করেছেন রায়হান রাফি।

সারাবাংলা/টিএস/পিএ

জাজ মাল্টিমিডিয়া দহন পূজা চেরী সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর