Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় বাজারে হলিউড বক্স অফিসের ৫ বিস্ময়


২৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৮

হলিউড

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলিউড। প্রতি বছরেই ভিন্ন ভিন্ন চমক দিয়ে তাক লাগিয়ে দেন এই ইন্ডাস্ট্রির মানুষগুলো। একই সঙ্গে পকেটে ভরে নেন মিলিয়ন-বিলিয়ন পরিমাণ টাকা। পুরো বছরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকে হলিউড ইন্ডাস্ট্রি। তেমনি পাঁচটি ঘটনা নিয়ে আলোচনা করেছে বিশ্ব-বিখ্যাত ম্যাগাজিন ভ্যারাইটি।

আয় বেড়েছে ১১.৯ বিলিয়ন

বিশ্ব বাজার ছাড়াই এ বছর নতুন এক মানদণ্ড তৈরী হয়েছে হলিউডে। শুধু স্থনীয় বাজার (উত্তর আমেরিকা) থেকেই হলিউড বক্স অফিস আয় করেছে ১১.৯ বিলিয়ন ডলার। পরিমাণটা হলিউড এবারই স্পর্শ করেছে। গত বছরের চেয়ে পরিমাণটা ৭ শতাংশ বেশি।

এক ছবিতেই স্থানীয় বাজারে আয় সাতশ মিলিয়ন

বিশ্ব বাজারসহ ডিজনির ব্ল্যাক প্যান্থার মোট আয় করেছে ১.৩ বিলিয়ন ডলার। যার মধ্যে স্থানীয় বাজার (উত্তর আমেরিকা) থেকেই ছবিটি তুলে নিয়েছে সাতশ মিলিয়ন ডলার। ব্ল্যাক প্যান্থার ছবিটি স্থানীয় বাজারে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডে অর্জন করেছে তৃতীয় স্থান। তবে ২০১৮ সালে ‘ব্ল্যাক প্যান্থার’ই সেরা।

৬৪.৪ শতাংশ দর্শকের বয়স ১৮ থেকে ৪৪

প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ক্ষেত্রে দিনকে দিন তৈরী হচ্ছে নানা প্রতিবন্ধকতা। অনলাইনে তৈরী হয়েছে সিনেমার বাজার। এমনকী সিনেমা দেখার সুযোগ রয়েছে অনলাইনে। নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিয়ালের চমকপ্রদ কনটেন্ট দেখে বিষ্মিত হচ্ছেন দর্শকরা।

এত প্রতিবন্ধকতা সত্ত্বেও স্থানীয় বাজারে বছরজুড়ে হলে গিয়ে সিনেমা দেখেছেন ৬৪.৪ শতাংশ দর্শক। যাদের বয়স ১৮ থেকে ৪৪-এর মধ্যে।

বাড়তি ছিল টিকিটের মূল্য

বিদায়ী বছরে উত্তর আমেরিকায় সিনেমার টিকিটের মূল্য ছিল বাড়তি। গত বছরের চেয়ে ২০১৮ সালে টিকিটের দাম বেড়ে যায় ৪৩ সেন্টস। মোট দাম বেড়ে দাঁড়ায় ৯.৩৮ ডলার।

বিজ্ঞাপন

চারটি ভিন্ন মাসে নতুন রেকর্ড

হলিউড বরাবরই চমক দিতে ভালোবাসে। বছরজুড়ে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার মাধ্যমে দর্শকদের চমকে দিয়েছে হলিউড। চারটি ভিন্ন মাসে চলচ্চিত্র ব্যবসায় আশার আলো জ্বালিয়েছে অনেকগুলো চলচ্চিত্র।

যার মধ্যে ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ‘ব্ল্যাক প্যান্থার’, এপ্রিল মাসে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘আ কোয়াইট প্লেস’, জুনে ‘ইনক্রেডিবল ২’, ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ এবং অক্টোবর মাসে মুক্তি পায় ‘ভেনম’, ‘আ স্টার ইস বর্ণ’। ছবিগুলো স্থানীয় বাজারে খুব ভালো ব্যবসা করে।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর