নারায়ণগঞ্জে ভোট দিলেন নায়ক বাপ্পী
৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:০৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ (৩০ ডিসেম্বর) রোববার, সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বেলা ৪টা পর্যন্ত।
সারাদেশেই ভোটাররা প্রয়োগ করছেন তাদের ভোটাধিকার। পিছিয়ে নেই মিডিয়াঙ্গনের মানুষরা। সকাল ১১টা ৪৫-এর দিকে ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
বাপ্পীর বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে। সেখানেই ভোট দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার বাপ্পী। সেখানকার আদর্শ স্কুলে ভোট দেন এই অভিনেতা।
ভোট প্রদানের সময়ের কিছু ছবি বাপ্পী শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘লাইফে সেকেন্ড টাইম ভোট দিলাম। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি। অন্যদিকে শুভ কামনা থাকলো সরাষ্ট্রমন্ত্রী কামাল আংকেল আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি ফারুক ভাই, সোহেল রানা ভাই এবং মিরপুরের ইলিয়াস আলী মোল্লা মামার জন্য। আশা করি তারা বিজয়ী হবেন।’
সারাবাংলা/পিএ