‘এবার নিজের কাজে ফিরে যাব’
৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:৪১
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বড় পর্দায় অনেক দিন হলো রিয়াজের দেখা নেই। ছোটপর্দায় দেখা যায় মাঝেমধ্যে। বিজ্ঞাপনী সংস্থা নিয়েই তার এখন সকল ব্যস্ততা। তবে এবার একাদশ সংসদ নির্বাচনে রিয়াজকে প্রত্যক্ষভাবে রাজনীতির মাঠে দেখা গেছে। রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নিয় দেশের বিভিন্ন জায়গায় চষে বেড়িয়েছেন।
রিয়াজের এই পরিশ্রম বৃথা যায়নি। গতকাল (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার সমর্থিত দল ইতিহাস সৃষ্টি করে বিজয় লাভ করেছেন। আর সেকারণে রিয়াজ যেন একটু বেশি আনন্দিত। সারাবাংলার সঙ্গে আলাপকালে রিয়াজ তার কথার প্রতিটি বাক্যে সেই উচ্ছ্বাস ঢেলে দিলেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ নৌকার পক্ষে ভোটের রায় দিয়েছেন। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীরাও নৌকায় ভোট দিয়েছেন। এটা দেশের জন্য ভালো। দেশ আরও এগিয়ে যাবে।’
জয় তো হলো, রিয়াজ কি এবার নিয়মিত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন? প্রশ্নের উত্তরে রিয়াজ বলেন, ‘সেরকম কোন ব্যাপার না। এটা একটি টাস্ক ছিল। সফলভাবে এই টাস্ক সম্পন্ন করেছি। এবার নিজের কাজে ফিরে যাব।’
এদিকে অনেকে আগাম ধরে নিচ্ছেন; রিয়াজ হয়ত আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে রাজনীতিতে নাম লিখিয়েছেন। তবে রিয়াজ বিষয়টি নিয়ে দোদুল্যমান মতামত দিলেন। তিনি বলেন, ‘এখনই এসব নিয়ে কিছু বলতে পারছি না। সময় সবকিছু বলে দেবে। আগামীতে দল যদি চায় তাহলে দাঁড়াতে পারি। আবার নাও দাঁড়াতে পারি।’
সারাবাংলা/আরএসও/পিএ