Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মন্ত্রীত্ব নিয়ে নো কমেন্টস’


১ জানুয়ারি ২০১৯ ১৪:২৬

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

স্বপ্ন পূরণের আনন্দ কোন নিক্তি দিয়ে পরিমাপ করা যায় না। আর সেকারণে হয়ত চিত্রনায়ক ফারুক ‘অভিনন্দন’ শব্দটি শুনলে প্রাণ খুলে হেসে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে লক্ষাধিক ভোটে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ের হাসি হেসেছেন। সিনেমায় সফল মানুষটি রাজনীতির মাঠেও সফল হলেন।

জয় তো এলো। এবার? ফারুক সারাবাংলাকে বলেন, ‘আমার দায়িত্ব বেড়ে গেল। এখন আমি সংসদ সদস্য। শিগগিরই শপথ গ্রহণ করবো। তারপর আমার নির্বাচনী এলাকায় যাবো। তাদের খোঁজ খবর নেবো। সমস্যার কথা জানবো। তাদের উন্নয়নে কাজ করবো।’


আরও পড়ুন :  নক্ষত্র পতনে বছর শুরু


তার ভাবনার অংশজুড়ে রয়েছে চলচ্চিত্র। এই খাতের উন্নয়নে সরাসরি ভূমিকা পালন করতে চান। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা আমার জন্য দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে চলচ্চিত্রের মাধ্যমেই মানুষ চেনে।’

চলচ্চিত্রের উন্নয়নে ঠিক কি ধরনের পদক্ষেপ নিতে চান? উত্তরে ফারুক বলেন, ‘সিনেমা হলের অবস্থা ভালো না একথা আমরা সবাই জানি। সিনেমা হলের উন্নয়নে মালিকরা যেন স্বল্প সুদে ঋণ পান সে ব্যবস্থা করার চেষ্টা করবো। তাছাড়া সরকার দেশের সব প্রেক্ষাগৃহে নিজস্ব প্রজেক্টর দেয়ার ঘোষণা দিলেও সেটা যে কোন কারণে হোক এখনো বাস্তবায়িত হয়নি। সেটা নিয়ে আবারও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবো।’

এদিকে চিত্রনায়ক ফারুকের সহকর্মী, অনুজরা থেকে শুরু করে ভক্তরা চাইছেন তিনি যেন মন্ত্রিত্ব পান। তবে তিনি মন্ত্রিত্ব নিয়ে একদম ভাবছেন না বলে জানান। তিনি বলেন, ‘তবে আমার পছন্দের মন্ত্রণালয় নেই। সব মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার ক্ষমতা রাখি। তবে এই মুহূর্তে মন্ত্রিত্ব নিয়ে নো কমেন্টস।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :  নতুন বছরে জয়াই প্রথম


একাদশ জাতীয় সংসদ নির্বাচন চিত্রনায়ক ফারুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর