Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিম্বা’র সেঞ্চুরি


২ জানুয়ারি ২০১৯ ১১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

রোহিত শেঠীর ছবি মানেই বাড়িত কিছু। বলিউডের ধুমধারাক্কা মারপিট আর মশলাদার ছবির এই কারিগর বানিয়েছেন সদ্য মুক্তি পাওয়া ছবি ‘সিম্বা’। শুধু রোহিত শেঠীর ছবি বলেই নয়, ছবিতে আছেন সাইফ আলী খান কন্যা সারা আলী খান। স্টারকিড সারাকে নিয়ে আগ্রহ ছিল অনেকেরই। এরসঙ্গে যোগ হয়েছেন রণবীর সিং। বিয়ের পরে এটাই রণবীরের প্রথম মুক্তি পাওয়া ছবি। দীপিকার বাইরে অন্য নায়িকার সঙ্গে কেমন রোমান্স করেন রণবীর, দেখার আগ্রহ ছিল অনেকেরই। সবকিছু মিলিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রতে ছিল সিম্বা।

সিম্বা হতাশ করেনি। মুক্তির পর থেকে সমানতালে দৌড়াচ্ছে ছবিটি। ইতিমধ্যেই উঠে এসেছে দর্শকদের চাহিদার শীর্ষে। যেটা পারছে না শাহরুখের ছবি ‘জিরো’। মুক্তির চারদিনের মাথায় সিম্বা ইতিমধ্যেই শত কোটি টাকা ব্যবসা করে নিয়েছে।  চারদিনের হাতে আসা হিসাবে সিম্বা’র আয় ৯৬ কোটি টাকার বেশি। মাঝে আরও একদিন (মঙ্গলবার) পেরিয়ে গেছে। সেদিনের আয় যুক্ত হলে অংকটি ছাড়িয়ে যাবে শত কোটির ঘর। আর যেভাবে দৌড়াচ্ছে তাতে এ ছবির যাবে বহুদূর।

বিজ্ঞাপন

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, সোমবারের মতো কর্মমুখর দিনে সাধারনত খুব কম মানুষ ছবি দেখতে যান। কিন্তু হল রিপোর্ট  বলছে সোমবারের ব্যস্ত দিনেই ২০ কোটি টাকা ব্যবসা করেছে সিম্বা।

শুধু দর্শক আর হলের ব্যবসা নয়, সমালোচকরাও বেশ ইতিবাচক রিভিউ দিয়েছেন ছবিটির। সাধারনত মূলধারার ছবির ক্ষেত্রে এমন খুব একটা ঘটে না। সারা আলি খান আর রণবীর সিংহের এই ছবি শেষ পর্যন্ত কতদূর গিয়ে থামে সেটাই দেখার বিষয়।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

রণবীর সিং রোহিত শেঠী সারা আলী খান সিম্বা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর