Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১টি কবিতা নিয়ে শিমুল মুস্তাফার আয়োজন


২ জানুয়ারি ২০১৯ ১৬:৫০ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুল মুস্তাফা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একটু দেরি করে হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার আবৃত্তি অনুষ্ঠান। দেশাত্ববোধক কবিতাসহ বিভিন্ন ধরনের কবিতা নিয়ে সাধারনত প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হয়ে থাকে এই আয়োজন। অনুষ্ঠানে একটানা ৭১ টি কবিতা আবৃত্তি করেন তিনি।

তবে এবার নির্বাচনের কারণে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়নি নিয়মিত এই আয়োজন। নতুন বছর অর্থাৎ ২০১৯ সালের ১৮ জানুয়ারি হতে যাচ্ছে শিমুল মুস্তাফা’র আবৃত্তি অনুষ্ঠান ‘আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’। আয়োজনে একটানা ৭১টি কবিতা আবৃত্তি করবেন শিমুল। প্রতিবছরের মতো এবারও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ৪টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন।

বিজ্ঞাপন

এ নিয়ে নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিমুলে এই অনুষ্ঠান। ২০১০ থেকে এই আয়োজনটি করে আসছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। শুরুতে তিনি কবিতা আবৃত্তি করতেন পঞ্চাশটি। বিগত কয়েক বছর ধরে কবিতার সংখ্যা বেড়ে হয়েছে একাত্তর। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

সারাবাংলা/পিএ/পিএম

৭১ টি কবিতা আবৃত্তি শিমুল মুস্তাফা