Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে ছবিগুলো দেখে ‘হিংসায় জ্বলেছেন’ কাশ্যপ


৩ জানুয়ারি ২০১৯ ১৪:০৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১৪:১৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডে যে কয়জন নির্মাতা ভালো সিনেমা নির্মাণ করেন অনুরাগ কাশ্যপ তাদের মধ্যে অন্যতম। ‘ব্লাক ফ্রাইডে’, ‘দেব ডি’, ‘গ্যাংস অফ ওয়েসিপুর’-এর মতো ছবিগুলো তিনি পরিচালনা করেছেন, আবার ‘কুইন’, ‘উড়ান’, ’মাসান’-এর মতো সিনেমাগুলোর প্রযোজক হিসেবেও ছিলেন এই নির্মাতা। গেল বছরেও তার পরিচালনায় মুক্তি পেয়েছে একটি সিনেমা এবং দুটি টিভি সিরিজ।

তবে নিজের কোন কাজ নয়, অন্যদের সিনেমা দেখে এবছর ‘হিংসায় জ্বলেছেন’ অনুরাগ কাশ্যপ। বুধবার ক্ষুদে বক্তব্যের সাইট টুইটারে এ খবর জানিয়েছেন কাশ্যপ। লিখেছেন, ‘২০১৮ সালের এই ছবিগুলো দেখে আমি ঈর্ষান্বিত হয়েছি।’ এরপর গেল বছরের পছন্দের ছবিগুলোর নাম লিখে দেন এই পরিচালক।

অনুরাগ কাশ্যপ তার পছন্দের সিনেমার তালিকায়, ‘মুলক’, ‘বাধাই হো’, ‘মান্টো’, ‘আন্ধাধুন’, ‘তুমবাদ’, ‘মার্দ কো দার্দ নেহি হোতা’, ‘সোনি’, ‘ওমের্তা’, ‘অক্টোবর’ ছবিগুলোর নাম রেখেছেন। তবে ছবিগুলোর কোনটিকেই এক, দুই, তিন… এমন ক্রমে সাজাননি তিনি। কাশ্যপ মনে করেন, সাম্প্রতিক সময়ে হিন্দিতে এতো ভালো সিনেমা তৈরি হয়নি। তবে এই তালিকায় নিজের ‘মনমর্জিয়া’ ছবিটিকে জায়গা দেননি তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে আসবে অনুরাগ কাশ্যপের ‘ওম্যানিয়া’ ছবিটি। বছরের প্রথম দিনেই ছবিটির কাজ শুরু করে দিয়েছেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘মনমর্জিয়া’র তাপসী পান্নু। এছাড়াও এ বছরেই প্রকাশিত হবে তার ‘সেক্রেড গেমস’ সিরিজের দ্বিতীয় মৌসুম।

সারাবাংলা/টিএস/আরএসও

অনুরাগ কাশ্যপ মনমর্জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর