সত্যজিৎ এর পর অপর্ণা সেন!
১৪ জানুয়ারি ২০১৮ ১২:৫৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘ঘরে বাইরে’। এই উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি অভিনীত ছবিটি মুক্তি পায় ১৯৮৪ সালে।
আবারো সেই উপন্যাস ‘ঘরে বাইরে’ থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এবার সিনেমাটি নির্মাণ করবেন আরেক জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
‘আমার পরবর্তী সিনেমার কাজ শুরু হয়ে গেছে। এবার আমি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করবো। এখন এর চিত্রনাট্যের কাজ চলছে।’ পরবর্তী কাজ সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন অপর্ণা।
জনপ্রিয় এই অভিনেত্রী ও পরিচালক এখন ঢাকায়। সোমবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অপর্ণা পরিচালিত ‘সোনাটা’ ছবিটি। এতে অভিনয় করেছেন শাবানা আজমী, লিলেট দুবের ও অপর্ণা।
বাংলাদেশের যশোর জেলায় জন্ম অপর্ণার। হয়ত সেই টান থেকেই, এদেশেও রাখতে চান নিজের কাজের ছাপ। এদেশে নির্মাণ করতে চান ছবি।
‘অনেকদিন থেকেই বিষয়টি নিয়ে ভাবছি। এদেশের ছবি নির্মাণের ইচ্ছে আছে। কিন্তু নানান জটিলতায় সেটা হয়ে উঠছে না।’
তবে ইঙ্গিত দিলেন, সবকিছু ঠিকঠাক এগোলে বাংলাদেশের ছবির পরিচালক হিসেবেও দেখা যেতে পারে অপর্ণা সেনকে।
ছবি : রূপম চৌধুরী
সারাবাংলা/পিএ/পিএম