Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাপার রণবীর সিংয়ের আত্মপ্রকাশ


৪ জানুয়ারি ২০১৯ ১৭:৩২

গলি বয়

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সবাইকে চমকে দিচ্ছেন রণবীর সিং। তাও আবার পর পর। ‘সিম্বা’ ছবিতে পুলিশ অফিসার হয়ে ভিন্ন লুকে সবাইকে ভালোই আনন্দ দিয়েছেন রণবীর। সেই সঙ্গে বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি। সেই মাতামাতি শেষ না হতেই আবার তাকে নিয়ে আলোচনা শুরু হওয়ার মতো ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গালি বয়’-এর প্রথম টিজার। এক মিনিট উনত্রিশ সেকেন্ডের টিজারের পুরোটাতেই রয়েছে রণবীর সিংয়ের কণ্ঠে র‌্যাপ গান।

জোয়া আখতার পরিচালিত ছবিতে আলিয়া ভাটের লুকেও আছে অনেক পরিবর্তন। গ্ল্যামারাস আলিয়াকে অনেকটা সাধারণ চেহারা ও পোশাকে পর্দায় এনেছেন পরিচালক। ছবিতে আরও আছেন কালকি কোয়েচলিন, বিজয় রাজসহ অনেকে।

‘গালি বয়’ এর পোস্টার প্রকাশ পেয়েছে গতকাল (৩ ডিসেম্বর)। আর আজ (৪ ডিসেম্বর) প্রকাশ পেল টিজার। ট্রেলার আসবে শিগগিরিই।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীরের প্রশংসা করেছেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। টুইটারে রণবীরকে উদ্দেশ্য করে দীপিকা লিখেছেন, ‘তুমি অপ্রতিরোধ্য’। আরেকটি টুইটারে দীপিকা লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য আমি গর্বিত’।

জোয়া আখতার ও রিমা কাগতির লেখা গল্প ও চিত্রনাট্যের ছবিটি প্রযোজনা করেছে ফারহান আখতার।

সারাবাংলা/পিএ 

আলিয়া ভাট গালি বয় জোয়া আখতার রণবীর সিং

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর