ফার্স্টলুকে বায়োপিকের মোদি
৮ জানুয়ারি ২০১৯ ১১:০৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বায়োপিক নিয়ে উত্তেজনার মাঝেই খবর বেরিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও বায়োপিক হচ্ছে। তা, খুব বেশি আগের কথা না। ঘোষণা আসার কয়েক দিনের মধ্যেই চলে এসেছে ছবিটির ফার্স্টলুক। সোমবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বায়োপিকের একটি পোস্টার প্রকাশ করেছেন ছবির মূল অভিনেতা বিবেক ওবেরয়। পোস্টারে মোদি চরিত্রের বিবেককে চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে সত্যিকারের নরেন্দ্র মোদি-ই যেন দাঁড়িয়ে আছেন। মোট ২৭টি ভাষায় মুক্তি পেয়েছে এই পোস্টার।
বায়োপিকের ফার্স্ট লুক শেয়ার করে বিবেক লিখেছেন, ‘এই অসাধারণ জার্নির জন্য আপনাদের প্রার্থনা, আশীর্বাদ কামনা করছি।’
ধারণা করা হচ্ছে ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি দেয়া হবে নরেন্দ্র মোদির এই বায়োপিক। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। তবে ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে গুজরাট, হিমাচল এবং দিল্লিতে।
প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে ছবি থেকে সরে যান তিনি। তার জায়গায় বিবেককে চূড়ান্ত করা হয়। ছবিটি পরিচালনা করছেন ওমঙ্গ কুমার।
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম