Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়তি চমক আলিয়া!


৮ জানুয়ারি ২০১৯ ১৪:০৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডে দীপিকা পাড়ুকোন মেধাবী অভিনেত্রী হিসেবে পরিচিত। যার প্রমাণ তিনি ‘গলিও কি রাসলীলা রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ সিনেমায় দক্ষতার সাথে দিয়েছেন।

অন্যদিকে আলিয়া ভাটের বলিউড পথচলা খুব বেশি দিনের নয়। অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। তাতে তিনি নিজেকে মেলে ধরেছেন। এখন তিনি বলিউডের উজ্জ্বল সম্ভবনাময় নায়িকাদের একজন।

এবার এই দুই বলিউড ডিভাকে দেখা যেতে পারে একই সিনেমায়। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। বিশেষ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘এখনও সেভাবে কিছু চূড়ান্ত হয়নি। কিন্তু বানশালি বিষয়টি নিয়ে জোর দিয়ে ভাবছেন। বানশালির প্রিয় অভিনেত্রীর মধ্যে দীপিকা একজন। আলিয়াও তার খুব পছন্দের। হয়ত তাদের দুজনতে একসঙ্গে দেখা যেতে পারে।’

বিজ্ঞাপন

দীপিকাকে নিয়ে পর পর তিনটি ছবির পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানশালি। সেকারণে ধারণাটা আরও তীব্র হয়েছে যে, বানশালির পরবর্তী ছবিতে থাকছেন তিনি। আর বাড়তি চমক হিসেবে নেয়া হবে আলিয়াকে।

সারাবাংলা/আরএসও/পিএম

আলিয়া ভাট দীপিকা পাডুকোন সঞ্জয় লীলা বানসালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর