Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত বছর পর উপস্থাপনায় নাসির উদ্দিন ইউসুফ


৮ জানুয়ারি ২০১৯ ১৬:২০

nasir uddin yousuf

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জনকল্যাণমুখী ও আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের ভাবনা নিয়ে আসছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সংগঠক, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তার পরিকল্পনা ও সঞ্চালনায় প্রচার শুরু হতে যাচ্ছে ‘আমাদের সন্তানেরা’ নামের অনুষ্ঠান। ১০ জানুয়ারি থেকে অনুষ্ঠানটি প্রচার শুরু হবে ‘চ্যানেল আই’র পর্দায়। প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন গনিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশী স্বর্ন পদক বিজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি প্রতি মাসের ২য় ও ৪র্থ বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাসির উদ্দিন ইউসুফ সারাবাংলাকে বলেন, ‘২০১১ সালে শেষ আনুষ্ঠানিক উপস্থাপনা করি। মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে, বীরাঙ্গনা, শহীদ পরিবারের সন্তান ও সদস্যদের নিয়ে টানা পাঁচ বছর প্রতিদিন অনুষ্ঠানটি উপস্থানা করেছি আমি। সাত বছর পর আবারো বড় একটি আয়োজনের সঙ্গে উপস্থাপক হিসেবে যুক্ত হলাম।’

‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানের পরিকল্পনাও করেছেন নাসির উদ্দিন ইউসুফ। দেশের সম্ভাবনার কথাই উঠে আসবে এই অনুষ্ঠানের মাধ্যমে। নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘আগামী বিশ বছরে বাংলাদেশ যেন তারুণ্য, মেধা এবং দুর্নীতি ছাড়া একটি দেশ হিসেবে গড়ে উঠতে পারে তারই একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান হতে যাচ্ছে এটি। দেশে তো কিছু হলেও ভালো কিছু হচ্ছে। সেগুলো কারা করছেন? তাদেরকে নিয়েই এই অনুষ্ঠান। এরইমধ্যে অনুষ্ঠানের ১০ পর্ব ধারণ করা হয়ে গেছে।’

অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৮ জানুয়ারি)। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নাসির উদ্দিন ইউসুফ এবং আনিসুল হক। ফরিদুর রেজা সাগর শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘আমি সব সময়েই বলে আসছি আমাদের এমন কিছু করে যাওয়া উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরীতে সহায়ক হবে। আমি মনে করি এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

অনুষ্ঠান উপস্থাপনা নাসির উদ্দিন ইউসুফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর