ফেব্রুয়ারিতেও হচ্ছে না উচ্চাঙ্গসংগীত উৎসব
৮ জানুয়ারি ২০১৯ ১৭:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
উপমহাদেশের সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীতের আসর ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। ২০১৮ সালে বসেনি এই আসর। আয়োজকরা জানিয়েছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। কিন্তু রাজনৈতিক কারণে আসছে ফেব্রুয়ারি মাসে বসছে না আয়োজনটি।
বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি সারাবাংলাকে বলেন, ‘মাত্রই তো সরকার গঠন হলো। তাই এত বড় আয়োজন করতে আমাদের সময় লাগবে। কারণ অনেক অনুমতির প্রয়োজন হয় এই আয়োজন করতে গেলে, অনেকের সম্পৃক্ততা লাগে। তাই পূর্বঘোষিত ফেব্রুয়ারি মাসে আয়োজনটি হচ্ছে না।’
‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ তাহলে কবে হতে পারে? এ ব্যাপারেও তেমন কিছু জানাতে পারেননি লুভা নাহিদ চৌধুরী। শুধু আশা প্রকাশ করেছেন দ্রুত আয়োজনটি করার।
এখন পর্যন্ত ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’-এর। ২০১৭ সালে রাজধানীর আবাহনী মাঠে অনুষ্ঠিত হয় এই আয়োজন। তার আগের পাঁচটি আসর বসে রাজধানীর আর্মী স্টেডিয়ামে।
সারাবাংলা/পিএ