Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই প্যানেলে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন


৯ জানুয়ারি ২০১৯ ১৩:৪৩

পরিচালক সমিতির নির্বাচন

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নির্বাচনী হাওয়া লেগেছে চলচ্চিত্র পরিচালক সমিতিতে। আর মাত্র কদিন বাদে (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বি-বার্ষিক নির্বাচন। এরইমধ্যে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা মনোনয়নপত্র কেনা শুরু করেছেন।

এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচন করবেন। একটি গুলজার-খোকন প্যানেল। অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। মহাসচিব পদে সাফিউদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন।


আরও পড়ুন :  বলিউডে ক্যান্সারের নতুন থাবা, এবার রাকেশ রোশন


গুলজার-খোকন সবশেষ (২০১৭-২০১৮) নির্বাচনে নির্বাচিত হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন প্রসঙ্গে বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন সারাবাংলাকে বলেন, ‘নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন সেটা জানা যাবে ১০ জানুয়ারি প্রার্থী তালিকা জমা দেয়ার পর। বাতাসে অনেক কিছু ভাসতে পারে। সব বিশ্বাস করা উচিত হবে না।’

নির্বাচনের আগে শুক্রবার (১৮ জানুয়ারি) সমিতির সকল পরিচালকদের নিয়ে সাধারণ সভা অনিুষ্ঠিত হবে। এবার নির্বাচনে ৩৬১ জন পরিচালক ভোট প্রদাণ করবেন। ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ীরা ২০১৯-২০২০ সালের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব গ্রহণ করবেন।

প্রচ্ছদ ছবি: সংগৃহীত

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

ফেব্রুয়ারিতেও হচ্ছে না উচ্চাঙ্গসংগীত উৎসব

সাত বছর পর উপস্থাপনায় নাসির উদ্দিন ইউসুফ


চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বদিউল আলম খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর