।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
গতকাল (৯ জানুয়ারি) ইউটিউবে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাংক চেক’-এর ট্রেলার। শাহজাহান শামীম পরিচালিত চলচ্চিত্রটি আগামী মাসে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন পরিচালক শাহজাহান শামীম। কোর্স শেষে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। ‘বক্তাবলীর কান্না’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্রের জন্য তিনি সরকারি অনুদান পেয়েছিলেন। সম্প্রতি তিনি ‘বক্তাবলীর কান্না’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এখন চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে।
আরও পড়ুন : থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাংক চেক’ একটি থ্রিলার গল্প। পুরো গল্পটি একট ব্ল্যাংক চেককে ঘিরে। মানুষের লোভ, হিংসা, প্রতারণার গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি দীর্ঘদিন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলামের সহকারী হিসেবে কাজ করেছি। উনি আমার গুরু। এখন আমি ইউটিউবে আমার নিজস্ব চ্যানেল “এক মুঠো চলচ্চিত্র” এর জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে শুরু করেছি। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্লাইং ফ্রেম প্রোডাকশন-এর ব্যানারে চলচ্চিত্রগুলো নির্মিত হবে। এখন ওয়েব ফিল্মের যুগ। আশা করি, আমার নির্মিত চলচ্চিত্রগুলো দর্শকদের ভালো লাগবে।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এক ঝাক নবাগত অভিনয় শিল্পী। তারা হলেন, বিল্লাল হোসেন রবিন, জিকো আহমেদ, আহমেদ মাসুদ, ইশতিয়াক আহমেদ, আবদুল মালেক, নীরব রোহান ও সুমা নুসরাত। এছাড়া পরিচালক শাহজাহান শামীম একটি চরিত্রে অভিনয় করেছেন।
সারাবাংলা/আরএসও/পিএ
ট্রেইলার দেখুন: