Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুকী আর লোদী পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার


১২ জানুয়ারি ২০১৯ ১৫:৩৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

১৫তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব শফিউজ্জামান খান লোদী। শনিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ফারুকী এবং লোদীর হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক ও সাংসদ ফারুক, অভিনেত্রী সুজাতা, লেখক আনোয়ারা সৈয়দ হক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহিদুল ইসলাম সাচ্চু। এরপর ফজলুল হকের ওপর নির্মিত একটি প্রামান্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে কথা বলেন আলী ইমাম, অভিনেতা রিয়াজ, অভিনেতা ওমর সানী, লেখক ইমদাদুল হক মিলন, সানাউল আরেফিন, কেকা ফেরদৌসি, কনা রেজা, নাট্যজন মামুনুর রশীদ, মুকিত মজুমদার বাবু, ফজলুল হকের ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উল্লেখ্য বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রয়াত ফজলুল হক গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের বাবা এবং বিশিষ্ট লেখিকা রাবেয়া খাতুনের স্বামী।

সারাবাংলা/এএসজি/পিএম

অভিনেত্রী সুজাতা চিত্রনায়ক ও সাংসদ ফারুক ফজলুল হক স্মৃতি পুরস্কার লেখক আনোয়ারা সৈয়দ হক সৈয়দ হাসান ইমাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর