Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমেক ‘কুলি’ হচ্ছেন বরুণ সঙ্গে সারা


১২ জানুয়ারি ২০১৯ ১৫:৩৭

।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পরিচালক ডেভিড ধাওয়ান ও গোবিন্দ জুটি একাধিক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। নব্বই দশকের একাধিক নামী ছবিতে ডেভিড-গোবিন্দ জুটির সিনেমা মাত করেছে। সেই মাত করা ছবির একটি ‘কুলি নম্বর ওয়ান’।

ব্যবসা সফল এই ছবিটি নতুন মোড়কে আসছে বলিউডে। অর্থাৎ ২৩ বছর পর রিমেক হচ্ছে সিনেমাটি। তবে এবার ডেভিড ধাওয়ান আর গোবিন্দর সঙ্গে জুটি বাঁধছেন না। তিনি তার পুত্র বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আনতে চলেছেন ‌‌‌‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেক। গোবিন্দর জায়গায় ছবিতে দেখা যাবে ডেভিড পুত্র বরুণকে। আর অভিনেত্রী হিসাবে থাকছেন সারা আলী খান। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

যদিও এর আগে রিমেক ছবিটিতে আলিয়া ভাটের অভিনয় করার খবর শোনা যাচ্ছিল। নতুন প্রকাশিত খবরে বোঝাই যাচ্ছে আলিয়ার অভিনয়ের বিষয়টি নিতান্তই গুঞ্জন ছিল।

বরুণ এখন ‌‘কলঙ্ক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। এদিকে সারা আলী খানের ‘সিম্বা’ ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির পর ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে। এখন পর্যন্ত ছবিটি ২২৪ কোটির রুপির বেশি আয় করেছে।

সারাবাংলা/আরএসও/পিএম

কুলি নম্বর ওয়ান বরুণ ধাওয়ান সারা আলী খান

বিজ্ঞাপন

‘ভারতকে কঠোর বার্তা দিন’
১৩ এপ্রিল ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর