অভিনয় ছাড়ছেন জেসিকা!
১৫ জানুয়ারি ২০১৮ ১৭:০২
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেসিকা চাসটেইন। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে। এরপর এক যুগের বেশি সময় ধরে দাপটের সঙ্গেই কাজ করে যাচ্ছেন ফিল্মের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে।
কিন্তু হঠাৎ করে কি হলো তার! জেসিকার নাকি আর অভিনয় করতে ভালো লাগছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিরক্তির কথাই জানিয়েছেন তিনি।
‘মনে হচ্ছে আমার অভিনয় ছেড়ে দেয়া দরকার। পরিচালনা বা প্রযোজনার দিকে মনযোগি হবো।’ বলেছেন জেসিকা চাসটেইন।
চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, ‘প্রতিদিন আমার মনে হয়, আজ নতুন কিছু হবে, যা আমি কখনো ভাবিনি। আমার বেশি বেশি প্রযোজনা করা উচিত বলে মনে হয়। এমনকি পরিচালনাও করা উচিত।’
জেসিকা তার ইচ্ছার কথা জানিয়েছেন এভাবে, ‘আমি আলোকিত হতে চাই। সেই আলোয় অন্যদেরকেও আনতে চাই। আমার মনে হয় না যে, আমি কিছু স্যাক্রিফাইজ করছি। আমার যা স্বপ্ন, পৃথিবী তার চেয়ে অনেক বড়।’
সারাবাংলা/পিএ/পিএম