Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুর উৎসবের উদ্বোধনী ছবি ‘ইতি, তোমারই ঢাকা’


১৭ জানুয়ারি ২০১৯ ১৩:০৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

১৮ জানুয়ারি থেকে ভারতের জয়পুরে শুরু হবে ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই উৎসবের উদ্বোধন হবে বাংলাদেশের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’ দিয়ে। ছবিটির প্রযোজক ইমপ্রেস টেলিভিশন তরফে এমনটাই জানানো হয়েছে।

বুসান, ভারত ও ইন্দোনেশিয়ার একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। এবার ছবিটির অর্জনে নতুন পালক ‘১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী ছবি হওয়া। এর আগে ছবিটি বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়ে মন জয় করেছে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের। বাংলাদেশের ছবিকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দেয়ার লক্ষ্যে এশিয়ার অন্যতম বড় সিনেমা উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’।


আরও পড়ুন :  আবারও ‘এক যে ছিল রাজা’


দেশের ১১ নির্মাতা মিলে বানিয়েছেন এই ছবিটি। ১১টি আলাদা আলাদা গল্প মিলে তৈরি হয়েছে আলাদা আলাদা ছবি। আবার সেই ভিন্ন ভিন্ন ১১টি গল্প মিলে হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’।

১১টি ছবিতেই উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠেছে ছবিগুলোতে। ছবিগুলোতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। যে ১১জন নির্মাতা নির্মাণ করেছেন ছবিটি তারা হলেন- আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং নুহাশ হুমায়ূন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   সুচিত্রা সেন: চলে যাওয়ার ৫ বছর

.   নিষিদ্ধ ফারুকীর ‘শনিবার বিকেল’


১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবু শাহেদ ইমন ইতি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় গোলাম কিবরিয়া ফারুকী তানিম নূর তানভীর তোমারই ঢাকা নুহাশ হুমায়ূন মাহমুদুল ইসলাম মীর মোকাররম হোসেন রবিউল আলম রবি রাহাত রহমান সৈয়দ আহমেদ শাওকী সৈয়দ সালেহ আহমেদ সোবহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর