Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বসুন্দরী অভিষিক্ত হচ্ছেন বলিউডে


২০ জানুয়ারি ২০১৯ ১৮:৫৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৯:০৫

মানুসি চিল্লার

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ভারতীয় সুন্দরী মানুসি ছিল্লার। ২০১৭ সালে বিশ্ব সুন্দরীর মুকুট ওঠে তার মাথায়। তারপর থেকেই মানুসিকে যে প্রশ্নের উত্তর বেশি দিতে হয়েছে সেটা হলো, ‘বলিউডে কবে আসছেন?’

বিশ্ব সুন্দরী হওয়ার এক বছর পর মানুসিকে বলিউডে দেখতে পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় ম্যাগাজিন বলিউড হাঙ্গামা জানাচ্ছে বলিউডের জনপ্রিয় নৃত্যপরিচালক ফারাহ খানের পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মানুসি।


আরও পড়ুন :  ৯১তম অস্কারের সম্ভাব্য মনোনয়ন


ফারাহ খানের হাত ধরেই বলিউডে এসেছেন দীপিকা পাড়ুকোন। সেই ধারাবাহিকতায় আবারো বলিউডকে এবং দর্শকদেরকে নতুন কোনো চমক দিতে পারেন ফারাহ, এমনটা ভাবছেন অনেকেই।

মানুসিকে নিয়ে বেশ বড় বাজি ধরতে যাচ্ছেন ফারাহ, এমনটাই জানিয়েছে এই প্রজেক্টের সঙ্গে জড়িত একজন। ফারাহ প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন বায়োপিক। আর তাতেই অভিনয় করবেন মানুসি। তবে ছবিটি কার বায়োপিক বা মানুসির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

তবে মানুসির কিন্তু বলিউডে ক্যারিয়ার তৈরী করার কোনো ইচ্ছা নেই। বিশ্ব সুন্দরী হওয়ার পর এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। তাছাড়া মানুসি একজন ডাক্তার। তবে মানুষের ভাগ্যে কি আছে কে বলতে পারে।

অন্যদিকে বেশ অনেকদিন ধরেই পরিচালনায় নেই ফারাহ খান। তিনি শেষ নির্মাণ করেছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি। নৃত্য পরিচালনাতেও ব্যস্ত সময় পার করছেন ফারাহ। শিগগিরই তিনি শুরু করবেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার নৃত্য পরিচালনার কাজ।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   সেন্সর আপিলে যাচ্ছে ‘শনিবার বিকেল’

.   করনি সেনাকে কঙ্গনার হুঙ্কার

.   বাপ্পির পর আওয়াজ তুললেন অমৃতাও

.   ‘পাড়াতে মাঝরাতে’ পূজা-অদ্রিতের নাচ


বিজ্ঞাপন

ফারাহ খান বিশ্ব সুন্দরী মানুসি চিল্লার