Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আহা রে’ ট্রেইলার: শুভর সঙ্গে দেখা দিলেন আলমগীর


২২ জানুয়ারি ২০১৯ ২৩:৪৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দুই বাংলার রান্না নিয়ে এবারই প্রথম নির্মিত হলো সিনেমা। রঞ্জন ঘোষ পরিচালিত সিনেমাটির নাম ‌‘আহা রে’। এতে কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আলমগীর।

গত কয়েকমাস ধরে ধাপে ধাপে সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ করা হচ্ছিল। সেগুলো দুই বাংলার মানুষের কাছে বেশ আগ্রহ তৈরী করেছে। সেই আগ্রহের পালে হাওয়া দিতে এবার প্রকাশ পেলো ছবির ট্রেইলার। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে অন্তর্জালে প্রকাশ পেয়েছে এটি।

‌‘আহা রে’ সিনেমায় আরিফিন শুভ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ছবিতে যার নাম ফারাজ চৌধুরী। তিনি পেশায় একজন শেফ। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত হোম ক্যাটারিং সার্ভিসের রাঁধুনি। যিনি ঘরে তৈরী খাবার সবখানে খাবার সরবারহ করে থাকেন।

বিজ্ঞাপন

যদিও সিনেমার কাহিনী সম্পর্কে আগেই ধারনা দেয়া হয়েছিল। ট্রেইলারে সেটার কিছুটা বিস্তারিত দেখানো হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নায়ক আলমগীরকেও দেখা গেছে ট্রেইলারে।

ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন পরিচালক রঞ্জন ঘোষ নিজেই। এটি প্রযোজনা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী ২২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

সারাবাংলা/আরএসও/

ট্রেইলার দেখুন:

আরিফিন শুভ আলমগীর আহা রে ঋতুপর্ণা সেনগুপ্ত রঞ্জন ঘোষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর