সংসার ভাঙলো আনুশকার
১৬ জানুয়ারি ২০১৮ ১৪:১৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক
স্বামী নির্মাণ করেন হলিউডি সিনেমা, নিজে করেন গান। সাতবছরের সংসারে রয়েছে দুই সন্তানও। বিখ্যাত গায়িকা আনুশকা শঙ্কর ও জো রাইটের সংসারে কোন কিছুরই যেন কমতি ছিল না। কমতি ছিলো শুধু প্রেমের! তাই বছরের শুরুতেই আনুশকা-রুটের পক্ষ থেকে এলো সংসার ভাঙ্গার ঘোষণা।
কিছু দিন আগেই ‘ডার্কেস্ট আওয়ার’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন জো রাইট। নোবেল জয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের জীবনী নিয়ে নির্মিত এই ছবিটি ভাসছে প্রসংশার বন্যায়। কিন্তু এই সিনেমার সাফল্য উদযাপনে রাইটের পাশে একবারও দেখা যায়নি আনুশকাকে! এমনকি গত মাসে লন্ডনে আর লস অ্যাঞ্জেলেসে ছবিটির প্রিমিয়ারেও একসাথে ছিলেন না এই দুজন!
তখন থেকেই শুরু হয় জল্পনা, তবে কি আলাদা হচ্ছেন আনুশকা-রাইট? তবে বিচ্ছেদেরে খবর খুব বেশিদিন আড়াল করে রাখেননি দুজন। আইনি প্রক্রিয়া নীরবে সম্পন্ন করলেও বিচ্ছেদের খবরটি গণমাধ্যমের কাছে অকপটেই স্বীকার করেছেন তারা।
২০১০ সালের ১১ আগস্ট বিয়ে করেন আনুশকা ও জো রাইট। আনুশকার আরো একটি পরিচয় তিনি পণ্ডিত রবিশঙ্করের বড় মেয়ে ও নোরা জোন্সের বোন।
সারাবাংলা/টিএস/পিএম