এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
‘ঢাকা অ্যাটাক’ সিনেমা পেয়েছে তুমুল জনপ্রিয়তা। দেশ ও দেশের বাইরে নিয়মিতই হচ্ছে ছবির প্রদর্শনী। সম্প্রতি প্রদর্শনীর একশতম দিন পার করেছে ছবিটি।
ভালো ভালো খবর নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পরিচালক ও প্রযোজকরা আছেন বেশ ফুরফুরে মেজাজে। ঘোষণা দিয়েছেন ২০১৯-এ আসবে ছবিটির সিক্যুয়াল ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’।
কিন্তু মাঝের এই এক বছর কী করবেন পরিচালক? দীপঙ্কর দীপন জানিয়েছিলেন এক বছরের বিরতিতে তিনি নির্মাণ করবেন নতুন একটি ছবি।
একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন রোমান্টিক, অ্যাকশন বা বাচ্চাদের নিয়ে হতে পারে সেই সিনেমা। কিন্তু ধারণা করা হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের দ্বিতীয় সিনেমা হতে পারে মুক্তিযুদ্ধ নির্ভর!
বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ১৭ জানুয়ারি বুধবার। সিনেমা সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হবে আনুষ্ঠানিকভাবে। সেই আয়োজনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র উপস্থিত থাকার কথা রয়েছে। আরো থাকবেন বীর উত্তম শামসুল আলম। স্বাধীনতা পদকপ্রাপ্ত এই বিশেষ অতিথির উপস্থিতি কি কোনো ইঙ্গিত দিচ্ছে?
‘এখনি কিছু বলতে চাই না। মাননীয় মন্ত্রী এই সিনেমা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তখনই সব কিছু জানতে পারবেন।’ ছবির বিষয় সম্পর্কে জানতে চাইলে সারাবাংলাকে বলেন দীপঙ্কর দীপন।
সারাবাংলা/পিএ/টিএস/পিএম