Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন কণ্ঠশিল্পী শাম্মী আখতার


১৬ জানুয়ারি ২০১৮ ১৭:০৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

খ্যাতিমান সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই। মঙ্গলবার (১৬ জনুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দীর্ঘদিন  ক্যান্সারে ভুগছিলেন শাম্মী আখতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন তিনি।

‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন শাম্মী আখতার। ছবিতে তার গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানটি সেসময় তুমুল জনপ্রিয়তা লাভ করে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটির জন্য শাম্মী আক্তার ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। চলচ্চিত্রে প্রায় তিনশো গান গেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শাম্মী আক্তারের জনপ্রিয় গানের মধ্যে আছে-

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’

‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’

‘এই রাত ডাকে ওই চাঁদ ডাকে’

‘মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা’

‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’

https://www.youtube.com/watch?v=hruD6rTQjTI

সারাবাংলা/পিএ/পিএম

শাম্মী আখতারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর