Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঙ্গীতে ৫০ বছর, সংবর্ধিত তপন মাহমুদ


২৬ জানুয়ারি ২০১৯ ১০:৩৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্ণ করলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী তপন মাহমুদ। ১৯৬৯ সালে গানের ভুবনে যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা এখনো চলছে। এরই মাঝে একে একে পেরিয়ে গেছে পঞ্চাশটি বছর। সঙ্গীতে তপন মাহমুদের  ৫০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। ‘জয়তু তপন মাহমুদ’ শীর্ষক অনুষ্ঠানে তপন মাহমুদকে সংবর্ধিত করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা এই অনুষ্ঠানের। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। অতিথি হিসেবে আরও ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন ম. হামিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়র অতিরিক্ত সচিব রোখসানা মালেকসহ অনেকে।

অনুষ্ঠানে ‘সুদূরের পিয়াস ‘ নামের একটি গানের সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। সংকলনটিকে তপন মাহমুদের গাওয়া ৫০টি রবীন্দ্রসঙ্গীত ও ১২টি হারানো দিনের গান নিয়ে সাজানো হয়েছে।  চারটি সিডি দিয়ে সাজানো সংকলনটির মধ্যে রবীন্দ্রসঙ্গীতের সিডি তিনটি- ‘পরশ পাবার প্রয়াসী, পলাতকা ছায়া ফেলে ও ফুল ফোটানোর খেলা। ‘আলোর ঝর্ণাধারা’ নামে সিডিটি সাজানো হয়েছে বহুুল জনপ্রিয় ১২টি হারানো দিনের গান দিয়ে। গানগুলো হলো- সুরের আকাশে তুমি যে গো, কতদিন পর এলে একটু বসো, এই মেঘলা দিনে একলা ঘরে, এই রাত তোমার আমার, বনতল ফুলে ফুলে ঢাকা, এ কূলে আমি, এই বালুকা বেলায় আমি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, এই পৃথিবীতে সারাটি জীবন, আর কত রহিব শুধু পথ চেয়ে, মা গো ভাবনা কেনো এবং  গোছা রজনীগন্ধা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম তপন মাহমুদ নাট্যজন ম. হামিদ রবীন্দ্র সঙ্গীত সঙ্গীতে ৫০ বছর সংবর্ধিত সৈয়দ হাসান ইমাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর