Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুল খানের নতুন ছবি ‘রোমিও রংবাজ’


২৭ জানুয়ারি ২০১৯ ১৫:২৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমিও রংবাজ শিমুল খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘রুদ্র- দ্য গ্যাংস্টার’ ছবি নিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লিখিয়েছিলেন সায়েম জাফর ইমামি। এবার তিনি শুরু করতে যাচ্ছেন তার দ্বিতীয় সিনেমা। ছবির নাম ‘রোমিও রংবাজ’।

অনেক ছবির খল চরিত্রের অভিনেতা শিমুল খান অভিনয় করবেন এই ছবিতে। ছবিটির প্রধান অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করবেন তিনি। রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে। শুটিং হবে মৌলভীবাজার, জুরী এবং শ্রীমঙ্গলে।

ছবিতে আরও অভিনয় করবেন অমৃতা খান, নবাগত সালমান রাহগীর, নবাগত ফাহমিদা দিবা। এই ছবির মাধ্যমে পরিচালক সায়েম উপহার দিতে যাচ্ছেন দু’জন নতুন মুখ। যার মধ্যে ছবিটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন সালমান রাহগীর। আর প্রধান দুই নারী চরিত্রের একজন ফাহমিদা দিবা।

বিজ্ঞাপন

প্রথম পর্বে টানা দুই সপ্তাহ শুটিং করে ছবিটির মূল গল্পের সব দৃশ্য ধারণের কাজ শেষ করা হবে। ছবিটির দ্বিতীয় পর্বে ৪ টি গানের দৃশ্য ধারণের মাধ্যমে শেষ হবে ছবির পুরো দৃশ্যধারণের কাজ।

আসছে মে মাসেই ছবিটি মুক্তি দেয়ার কথা ভাবছেন পরিচালক সায়েম জাফর ইমামী।

সারাবাংলা/পিএ/পিএম

রোমিও রংবাজ শিমুল খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর