Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা এবার বায়োপিকে


২৭ জানুয়ারি ২০১৯ ১৭:৫৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৮:১০

সারা আলী খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

মাত্র দুটি সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা। অবশ্য তাতেই সবার নজরে পড়েছেন সারা আলী খান। এই স্টার কিড-কে আগামীর সেনসেশন বলে মনে করছেন অনেকে।

সারার প্রথম ছবি ‘কেদারনাথ’। ছবিতে সারার বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত। দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। এতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন সারা। দুটি ছবেই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বিশেষ করে ‘সিম্বা’ ছবির বক্স অফিস হিসাব তো সবার ধারনাকে ছাড়িয়ে গেছে। সিম্বা ঝড়ে বলিউড রতিমতো কুপোকাত। আর তাই প্রযোজক এবং পরিচালকরা তাদের নতুন ছবিতে নিতে চাইছেন সারা আলী খানকে।

তবে সারা ছবি হাতে নিচ্ছেন বেছে বেছে। সর্বশেষ খবরে জানা গেছে এবার নাকি সারা অভিনয় করতে যাচ্ছেন বায়োপিকে। এই অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় ম্যাগাজিন ফিল্ম ফেয়ারকে জানিয়েছে, সারা তার দুই সিনেমার মাধ্যমে প্রমাণ করেছে যে সে একজন ভালো অভিনেত্রী। আর তাই তার কাছে এখন অনেক নতুন ছবির প্রস্তাব আসছে। এর মধ্যে থেকে সারা একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং সেটি একটি বায়োপিক। করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনস থেকে নির্মিত হবে এই সিনেমা।

তবে কার জীবনী থেকে বায়োপিকটি নির্মিত হবে তা এখনো জানা যায়নি।

সারাবাংলা/পিএ/পিএম

অভিনেত্রী বায়োপিক সারা আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর