Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীর-আলিয়া কি একসঙ্গে থাকছেন?


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

এক বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। শুরুর দিকে দারুণ সম্পর্ক থাকলেও ইদানীং নাকি নিয়মিতই ঝগড়া করেন দুজনে। এসব নিয়ে গালগল্পও লেখা হচ্ছে বেশ। বলিউডের অনেক গসিপ ম্যাগাজিনই জানাচ্ছে, আলিয়াকে ছেড়ে শিগিগির নতুন প্রেমে মন মজাবেন রণবীর!

সম্পর্ক ভাঙ্গার পুরনো এসব গুঞ্জনের ভিড়ে রণবীর-আলিয়াকে নিয়ে ছড়িয়েছে নতুন এক গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বিয়ের আগেই নাকি একসঙ্গে বসবাস শুরু করেছেন দুজনে। এতোদিন রণবীরের ফ্লাটে লুকিয়ে যাতায়াত করলেও এবার নাকি আলিয়া নিজেই কিনেছেন ফ্লাট। বোম্বের জহু এলাকায় কেনা ভাটকন্যার বিলাসবহুল ফ্লাটটির পাশের বাসাটিতেই নাকি থাকেন রণবীরও।

বিজ্ঞাপন

জহুতে আলিয়া যে ফ্লাটটি কিনেছেন সেটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় পনের কোটি টাকা। সম্পর্ক নিয়ে দুষ্টু গুঞ্জন শেষ করার জন্যই এতোগুলো টাকা খরচা করেছেন আলিয়া। তবে এতেও খুব একটা লাভ হলো না। ভাঙ্গন নিয়ে সমালোচনা কমলেও কাপুর-ভাটের লিভিং টুগেদার নিয়ে নতুন করে অন্তর্জালে শুরু হয়ে গেছে রসিকতা।

আলিয়া অবশ্য এসব সমালোচনার উত্তর দেওয়ার খুব একটা সময় পাচ্ছেন না। কারণ সিনেমার শ্যুটিং আর প্রচারণার জন্যই ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাকে। এই ভালবাসা দিবসেই মুক্তি পেতে যাচ্ছে তার ‌‘গলি বয়’ ছবিটি। জয়া আখতারের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং।

এছাড়াও চলতি বছরে রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রহ্মাস্ত্র’, বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কলঙ্ক’ এবং করণ জোহরের পরিচালনায় ‘তখত’ ছবিতে আলিয়া ভাটের অভিনয় দেখা যাবে।

সারাবাংলা/টিএস

আলিয়া ভাট রণবীর কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর