Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে মালালা’র ‘গুল মাকাই’


১৭ জানুয়ারি ২০১৮ ১৬:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই। সামাজিক ও ধর্মীয় নানা বাধা পেরিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে মালালা হয়ে উঠেছেন মানবতার নায়ক। তার জীবনী নিয়ে চলছে সিনেমা নির্মাণের কাজ।

২০১৩ সালে ঘোষণা আসে, নির্মিত হবে মালালার বায়োপিক। তার পর থেকেই কাজ চলছে। এখন ছবির ইউনিট রয়েছে কাশ্মিরে। জানুয়ারির ৩ তারিখ থেকে এখানেই চলছে সিনেমার দৃশ্যধারণ। দিভিয়া দত্ত, মুকেশ রিশি, অভিমুন্যু সিং এবং এজাজ খান অংশ নিয়েছেন শুটিংয়ে।

অভিনয়শিল্পীরা ছাড়াও কাশ্মিরের ১৫০ জন স্থানীয় অভিনয় করেছেন ছবিতি। শুটিং শেষ হতে আরো দিন দশেক লাগবে বলে জানিয়েছে সিনেমার একটি সূত্র।

বিজ্ঞাপন

‘গুল মাকাই’ নামের এই চলচ্চিত্রে মালালা চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী রীমা শেখ। ২০ বছর বয়সী এই অভিনেত্রী টিভিতে ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে।

বলিউড সিনেমা সূচি অনুযায়ী এ বছরের জুনেই মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/পিএ/তুসা

গুল মাকাই মালালা ইউসুফজাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর