Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হীরালাল সেন পদক’র জন্য লড়বে ছয় ছবি


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষার ছবি নিয়ে এই উৎসবের আয়োজন করে সংসদটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র শিক্ষক কেন্দ্র) অডিটোরিয়ামে এই এই উৎসব শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে, চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

১০ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সম্মানিত সঞ্চালক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশিষ্ট চলচ্চিত্রকার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

বিজ্ঞাপন

১৩ ফেব্রুয়ারি, উৎসবের তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। হীরালাল সেন পদকের জন্য এবার লড়বে ছয়টি সিনেমা দেবী, কমলা রকেট, জন্মভুমি, পাঠশালা, সনাতন গল্প এবং মাটির প্রজার দেশে।

‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের এবার ১৮তম আসর। ৬ দিনের এই আয়োজনে ১৬টি পূর্ণদৈর্ঘ্য এবং ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রথম দিন শুরু হবে বিকাল ৫টা থেকে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ৩টা ৩০ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে চলচ্চিত্র।

সারাবাংলা/পিএ

আমার ভাষার চলচ্চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর