Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি পর্দায় শাকিব খানের ছবি নিয়ে উৎসব


১১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ইদানিং মাত করছেন কলকাতার বাজারও। এবার বড় পর্দার  জনপ্রিয় এই তারকা অভিনীত ছবি নিয়ে টেলিভিশন পর্দায় শুরু হয়েছে মাসব্যাপী চলচ্চিত্র উৎসব। গেলো ৯ ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ‘শাকিব খান চলচ্চিত্র উৎসব।


আরও পড়ুন :  পহেলা ফাল্গুনের নাটকে মোশাররফ করিম


মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র। এক মাসের এই উৎসবে শাকিব খান অভিনীত দর্শকপ্রিয় ছবিগুলো দেখানো হবে। যার মধ্যে আছে- কোটি টাকার প্রেম, এক বুক জ্বালা, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, জন্ম তোমার জন্য, পরাণ যায় জ্বলিয়া রে, ফাঁদ, বিয়ের প্রস্তাব, অন্তরে আছো তুমি, নয়ন ভরা জল, এই তো প্রেম, কথা দাও সাথী হবে।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ভালোবাসা দিবসে মঞ্চে উঠবে মাইলস ও আর্ক


অন্তরে আছো তুমি এই তো প্রেম এক বুক জ্বালা কথা দাও সাথী হবে কোটি টাকার প্রেম চলচ্চিত্র জন্ম তোমার জন্য নয়ন ভরা জল পরাণ যায় জ্বলিয়া রে প্রিয়া আমার প্রিয়া ফাঁদ বিয়ের প্রস্তাব মাই নেম ইজ সুলতান শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর