Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসে নির্ঝরের গান


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সিনেমা নির্মাতা হিসেবে বেশ পরিচিত এনামুল করিম নির্ঝর। পুরনো একটি বাড়ির পরিণতি নিয়ে ২০০৭ সালে তিনি নির্মাণ করেন ‌‘আহা’ ছবিটি। আলোচিত এই ছবির পর ২০০৮ সালে ‘নমুনা’ শিরোনামে আরও একটি ছবি নির্মাণ করেন তিনি। যেটি আটকে যায় চলচ্চিত্র সেন্সর বোর্ডে। পরে সিনেমা ছেড়ে গানের ভুবনে ব্যস্ত হয়ে পড়েন নির্ঝর।

ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন এনামুল করিম নির্ঝর। তার কথা ও সুরে প্রকাশিত হতে যাচ্ছে ভালোবাসা দিবসের একটি বিশেষ গান। শুধু গান নয়, গানটিকে আবৃত্তি হিসেবেও প্রকাশ করা হবে অন্তর্জালে।

অটমনাল মুন এর সঙ্গীতায়োজনে ‘ক্লান্ত কথার পিঠে’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো একসাথে কন্ঠ মিলিয়েছেন শিমুল মুস্তাফা ও সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। গানশালা প্রযোজিত গানটির ভিডিওতেও অংশ নিয়েছেন তারা দু’জন। এর ভিডিওটির নির্মাণ করেছেন অনন্তি সিরাজুম।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘গান কিংবা সিনেমা, আমি সবসময় দেশকে ভালো কিছু দিতে চাই। এবারও সেই চেষ্টাই করেছি। গানের সঙ্গে আবৃত্তিকে যুক্ত করে নতুন মাত্র দেওয়ার চেষ্টা করছি। আশা করছি গানটি শ্রোতারা ভালো ভাবে গ্রহণ করবে।’

১৪ই ফেব্রুয়ারি ‘এক নির্ঝর কোলাবরেশন্স’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

সারাবাংলা/টিএস

এনামুল করিম নির্ঝর প্রিয়াংকা গোপ শিমুল মুস্তাফা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর