Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে হচ্ছে পরী-তামিমের বিয়ে?


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মনি এবং বিনোদন সাংবাদিক তামিমের প্রেমের খবর সবারই জানা। ভালোবাসা দিবসে বিয়ের শপথ নিয়ে আংটি বদলও করে ফেলেছেন এই প্রেমিক জুটি। এরপর থেকেই ঢাকার চলচ্চিত্র পাড়ায় প্রশ্ন উড়ছে, পরীকে কবে বিয়ে করছেন তামিম?

পরী মনির একটি ঘনিষ্ঠ সূত্র সারাবাংলাকে জানিয়েছে, এ বছরেই বিয়ে করবেন তামিম-পরী। সেক্ষেত্রে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝি সময়ের কোনো একটি দিনকে বেছে নেবেন তারা।

সূত্রটি বলছে, বিয়ের জন্য যাবতীয় প্রস্তুতি সেড়ে রেখেছেন তামিম-পরী। এখন একটি ভালো দিনের অপেক্ষায় রয়েছেন দুজনের পরিবারের সদস্যরা। সেটা রোজার ঈদের পরেই হবে।

বিজ্ঞাপন

কোথায় বিয়ে করবেন পরী? এমন প্রশ্নের জবাবে পরী পক্ষের একজন জানান, ‘দেশের বাইরে বিয়ের পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত হয়তো দেশেই বিয়ে হবে। সেক্ষেত্রে ঢাকার কোনো নামিদামি কনভেনশন সেন্টারে অথবা সমুদ্রশহর কক্সবাজারে হবে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে দুহাত ভরে খরচ করবেন পরী।’

এদিকে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন পরী।  বাগদান শেষে পরী বলেছেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে আমাদের বিয়েও হবে।’

পরী বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়। বিয়ের আগে অনেক কিছু করার বাকি। এছাড়া, বিয়ে করার মতো আমি এখনো বড় হইনি। সে জন্য একটু সময় নিতে চাই। তবে সেটা আবার খুব বেশিদিন না।’

এ সময় নিজেদের জন্য দোয়াও চান পরী।

সারাবাংলা/টিএস

তামিম হাসান পরী মনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর