টিভি নাটক হচ্ছে হরিশংকর জলদাসের ‘জলপুত্র’
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
‘জলপুত্র’। হরিশংকর জলদাসের আলোচিত উপন্যাস। বাস্তব পটভূমিতে লেখা ‘জলপুত্র’ উপন্যাসটি ২০১১ সালে প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার পায়। এছাড়া উপন্যাসটির লেখক হরিশংকর দাস সম্প্রতি ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন।
হরিশংকর জলদাসের জলপুত্র নিয়ে এবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন পারভেজ আমিন। গেলো ১৪ ফেব্রুয়ারি কুয়াকাটায় শুরু হয়েছে ধারাবাহিকটির দৃশ্যধারণের কাজ। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
আরও পড়ুন : বাবার দেয়া নাম বদলালেন সোনম কাপুর!
২০০৮ সালে লেখা এই উপন্যাসটিতে জেলেদের প্রাপ্তি-হাহাকার, আনন্দ-বিলাপ, মৃত্যু আর জেগে ওঠার চালচিত্র উঠে এসেছে।
হরিশংকর জলদাসের উপন্যাস থেকে নাটক করা প্রসঙ্গে পারভেজ আমিন বলেন, ‘শুটিংয়ের আগে আমরা কয়েক দফা লোকেশন দেখেছি। কারণ আমি চাইছি আলোচিত উপন্যাসটি পর্দায়ও আলোচিত হোক। তাই খুব সচেতনভাবে কাজটি করতে হচ্ছে।’
‘জলপুত্র’ উপন্যাসটির চিত্রনাট্য করেছেন মনি মুহাম্মদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া নদী, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহামুদুল ইসলাম মিঠু।
এদিকে কুয়াকাটা শুটিং শেষে দ্বিতীয় ধাপে মার্চের ১০ থেকে ১০ এপ্রিল পর্যন্ত শুটিং হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জন্য নির্মিত হচ্ছে ‘জলপুত্র’।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. ‘ফাগুন হাওয়ায়’ রাষ্ট্রপতির মুগ্ধতা
. প্রাক্তনকে এখনও ভালোবাসেন আলিয়া!
. সারা’র নতুন শুরু
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি