‘ফাগুন হাওয়ায়’- এর বিশেষ প্রদর্শনী
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। বিজ্ঞাপন নির্মাতা টিটো রহমানের লেখা ‘বউ কথা কও’ ছাট গল্পের আলোকে নির্মিত হয়েছে এটি। গেল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর প্রত্যাশা অনুযায়ী সাড়া পড়ে গেছে সবখানে।
আরও পড়ুন : বাজার গরম করে দিয়েছে ‘গলিবয়’
‘ফাগুন হাওয়ায়’ মানুষের মাঝে আলোড়ন তৈরীতে সাংবাদিকদের বড় ভূমিকা ছিল। আর সেকারণে সাংবাদিকদের নিয়ে শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় ছবির পরিচালক, অভিনয়শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন বিনোদন জগতের অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন, চয়নিকা চৌধুরী, অপি করিম, তানভিন সুইটি, ঈশিতাসহ আরও অনেকে।
বিশেষ প্রদর্শনী প্রসঙ্গে পরিচালক তৌকির আহমেদ বলেন, ‘শুরু থেকে ফাগুন হাওয়ায় ছবিকে প্রতি সাংবাদিকরা একের পর এক খবর প্রকাশ করেছে। যার কারণে এটি মানুষের কাছে খুব সহজে পৌঁছে গেছে। এজন্যই মানুষ সিনেমাটি দেখতে সিনেমা হলে আসছেন।’
‘ফাগুন হাওয়ায়’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, আবুল হায়াত, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, বলিউড অভিনেতা যশপাল শর্মা।
সারাবাংলা/আরএসও/টিএস
আরও পড়ুন : সম্প্রচার করা হবে অস্কার পুরস্কারের পুরো অনুষ্ঠান
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি
আবুল হায়াত তৌকীর আহমেদ নুসরাত ইমরোজ তিশা ফাগুন হাওয়ায় যশপাল শর্মা