দর্শক চাইলে বদলাতে পারবেন ছবির গল্প!
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ধরুন আপনি একটি ছবি দেখছেন। কিন্তু ছবির এক পর্যায়ে এসে আপনার মনে হলো, না, এভাবে না। ছবির গল্প যদি এভাবে এগোয় কিংবা শেষ হয় তাহলে আপনার মন মতো হবে। হ্যাঁ , সেরকমই এক অভিনব শর্ট ফিল্ম নির্মাণ করেছেন পরিচালক ইমরান ইমন। যেখানে দর্শক তার ইচ্ছানুযায়ী শর্টফিল্মটিকে কয়েক ধরণের পরিণতি দিতে পারবেন। শর্টফিল্মটির দৈর্ঘ্যও নির্ভর করবে দর্শকের নেওয়া সিদ্ধান্তের উপরে। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটির নাম ‘কিন্তু, যদি এমন হতো?’। ইতিমধ্যেই ইন্টারঅ্যাকটিভ ঘরানার এই শর্টফিল্মটি অর্ন্তজালে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন : নিজের সুরে গাইলেন রুনা লায়লা
সিনেমাগত প্রযুক্তির বিবর্তনের নতুন সংযোজন ‘ইন্টারঅ্যাকটিভ স্টোরি টেলিং’। এক্ষেত্রে, দর্শকদের জন্য সুযোগ থাকে গল্পের কোনো এক মুহূর্তে কাহিনী নিজের মতো করে নির্বাচনের। যেখানে দর্শক তার পছন্দ অনুযায়ী গল্প শেষ করতে পারবেন। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া চেকস্লোভিয়ার চলচ্চিত্র ‘কিনোঅটোম্যাট’ বিশ্বের প্রথম ইন্টারঅ্যাকটিভ চলচ্চিত্র, যা সম্প্রতি ধারণ করা হয়েছে টিভি সিরিজ ব্ল্যাক মিরর-এর ‘ব্যান্ডারস্ন্যাচ’- এ।
ছবি সম্পর্কে এর নির্মাতা ইমরান ইমন বলেন, ‘প্রতিটা ফিল্মই আসলে নতুন এক্সপেরিয়েন্স। আর এই শর্টফিল্মটা একটু ডিফারেন্ট, টেকনিক্যালি বা যেকোনো দিক দিয়েই। অভিজ্ঞতাটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্যই নতুন, তাই আমার টিমের সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কাজটা সবদিক দিয়ে ভালো হয়। বাকিটা দর্শকদের উপর, গল্প বলার নতুন এই ধরণ আশাকরি সবার ভালো লাগবে।’
‘কিন্তু, যদি এমন হতো?’ ছবিতে অভিনয় করেছেন তিশা আর ইয়াশ রোহান। এই কাজে যুক্ত হওয়া প্রসঙ্গে তিশা জানান, ‘শর্টফিল্মটির নতুনত্বের কারণেই শত কাজের ব্যস্ততার মধ্যেও সাথে সাথে রাজি হয়ে যাই। চলচ্চিত্রে গল্প বলার ধরণে পরিবর্তন আনার ক্ষেত্রে এটা একটা দারুণ সূচনা।’
‘কিন্তু, যদি এমন হতো? দেখা যাচ্ছে অন্তর্জালে।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. মান্না নেই ১১ বছর
. ‘ফাগুন হাওয়ায়’- এর বিশেষ প্রদর্শনী
. বাজার গরম করে দিয়েছে ‘গলিবয়’
. সম্প্রচার করা হবে অস্কার পুরস্কারের পুরো অনুষ্ঠান
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি
ইন্টারঅ্যাকটিভ শর্টফিল্ম ইন্টারঅ্যাকটিভ স্টোরি টেলিং ইয়াশ রোহান কিন্তু তিশা যদি এমন হতো?