Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইটি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে: প্রিয়তী


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৩

মাকসুদা আখতার প্রিয়তী। ছবি: ফেসবুক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

একুশে বইমেলার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার মুহুর্তে ফোন করা হলো মাকসুদা আখতার প্রিয়তীকে। কল রিসিভ করতেই ওপাশ থেকে প্রিয়তির কণ্ঠ- বইমেলায় যাচ্ছি। আমার আত্মজীবনী ‘প্রিয়তীর আয়না’ বেরিয়েছে। প্রকাশনা সংস্থার স্টলে থাকব কিছু সময়।


আরও পড়ুন :  মার্চে মুক্তি পাবে নওয়াজের ‘ফটোগ্রাফ’


আয়ারল্যান্ড প্রবাসি বাংলাদেশি বংশোদ্ভুত মডেল প্রিয়তীর আত্মজীবনী লেখার খবর আগেই জানা ছিল। যেখানে তারকারা ক্যারিয়ারের শেষ দিকে গিয়ে আত্মজীবনী লিখেন, সেখানে প্রিয়তি কেনো আগেভাগে আত্মজীবনী লিখছেন? প্রশ্নের উত্তরে প্রিয়তী বলেন, ‘আমার জীবনের একটা জার্নি আছে। সেই জার্নিটা ছিল অনেক বেশি চ্যালেঞ্জের। কিভাবে কতো বাঁধা পেরিয়ে আমি আজ এখানে এসে পৌঁছেছি– সেটা মানুষকে জানাতেই আত্মজীবনী লেখা। এই বইতে অনেক বিষয় আছে যা পড়ে অনেকে জীবন সম্পর্কে সচেতন হবে। বিশেষ করে মেয়েরা।’

আত্মজীবনী ‘প্রিয়তীর আয়না’

এই বইতে প্রিয়তীর জীবনের নানা দিক তুলে ধরার পাশাপাশি শোবিজ জগতের নানা অপ্রীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী আলোড়ন তোলা হ্যাশট্যাগ মি টু বিষয়টিও স্থান পেয়েছে বইটিতে। প্রিয়তির মতে, ‘বইটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য না। তাছাড়া এই বইটি নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। অনেক অপ্রিয় সত্য বিষয় লিখেছি। পড়তে খারাপ লাগলেও সেসব সত্য।’

এদিকে বাংলাদেশের কোনো নাটক বা চলচ্চিত্রে প্রিয়তীকে দেখা যাবে কিনা জানতে চাইলে প্রিয়তী বলেন, ‘এখনই এ নিয়ে কিছু বলতে পারছি না। টুকটাক কথা চালাচালি হচ্ছে। তবে চূড়ান্ত কিছু হয়নি।’

মিস আর্থ ইন্টারন্যাশনাল ও মিজ আয়ারল্যান্ড খেতাবপ্রাপ্ত প্রিয়তী আয়ারল্যান্ডে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। এছাড়া তিনি একজন বৈমানিকও। সপ্তাহ খানেক আগে বইমেলা উপলক্ষে ঢাকায় এসেছেন তিনি।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   নিভৃতেই চলে গেলেন চলচ্চিত্রযোদ্ধা মুহম্মদ খসরু

.   বিজেপিতে যোগ দিলেন প্রসেনজিতের বাবা

.   বর্ণমালার সচেতনতায় ‘বর্ণমালার মিছিল’

.   ঘুচলো দেড় যুগের দূরত্ব

.   ক্যামেরার ভুল অ্যাঙ্গেল ও প্রিয়াঙ্কার মা হওয়ার গুঞ্জন

.   অবশেষে বলিউডে নিষিদ্ধ হলেন পাকিস্তানি শিল্পীরা

.   প্রিয়াঙ্কায় বিস্মিত কারিনা


আরও দেখুন :

ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি

আত্মজীবনী মাকসুদা আক্তার প্রিয়তী


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর