Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুজনেই ১৮


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খান ও জয়া আহসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।


শাকিব খান ও জয়া আহসান– দুজনেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। কয়েক বছর ধরে এই দুই তারকা টালিগঞ্জের ছবিতে অভিনয় করছেন। যৌথ প্রযোজনার ছবি দিয়ে টালিগঞ্জে শাকিবের অভিষেক হয়েছিল। আর জয়ার অভিষেক হয়েছিল সেখানকার স্থানীয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে।


আরও পড়ুন :  ইউটিউব থেকে বাদ পড়লো আতিফ আসলামের গান


সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা ক্যালকাটা টাইমস ২০১৮ সালে টলিগঞ্জের আকাঙিক্ষত তারকার জরিপ চালায়। এই জরিপে ভোট দেয় পাঠকরা। পাঠকের ভোটে শাকিব খান সেরা দশে জায়গা পাননি। টালিগঞ্জে আকাঙিক্ষত পুরুষের তালিকায় ১৮ নম্বরে তার অবস্থান। মজার ব্যাপার হলো, জয়া আহসানও আকাঙ্ক্ষিত নারীর তালিকায় ১৮ নম্বরে জায়গা পেয়েছেন। তালিকায় পুরুষদের মধ্যে এক নম্বরে রয়েছেন যীশু সেনগুপ্ত। আর নারীদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন ঋতাভরি চক্রবর্তী।

বিজ্ঞাপন

গেল বছর শাকিব খান ‘চালবাজ’ ও ‘ভাইজান এলোরে’ নামের দুটি যৌথ প্রযোজনার ছবি করেন। এছাড়া কলকাতার স্থানীয় ছবি ‘নাকাব’ মুক্তি পায়।

অন্যদিকে জয়া আহসান ‘ক্রিসক্রস’ আর ‘এক যে ছিল’ রাজা’ ছবিতে অভিনয় করেন। ছবি দুটিতে জয়ার অভিনয় বেশ প্রশংসিত হয়। যার ধারাবাহিকতায় চলতি বছর আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে পশ্চিমবঙ্গে।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  সুবর্ণা মুস্তাফা আনন্দিত, ভীতও


আরও দেখুন :

ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি

জয়া আহসান টলিউড টালিগঞ্জ যীশু সেনগুপ্ত শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর