নতুন প্রেমে জোলি!
১৯ জানুয়ারি ২০১৮ ১৪:২৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ১৪:৩২
এন্টারটেইনমেন্ট ডেস্ক
অ্যাঞ্জেলিনা জোলির সময় ভালো যাচ্ছে না মোটেও। দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর একরকম আড়ালেই চলে গিয়েছিলেন। চুক্তিবদ্ধ হননি নতুন কোন সিনেমাতেও। যে দুটি ছবির কাজ চলছিলো সেগুলো আপাতত স্থগিত রয়েছে। এরই মাঝে শোনা গেলো নতুন সম্পর্কে জড়াচ্ছেন জোলি!
দুইবছরের ‘সিঙ্গেল’ জীবনে তাহলে কাকে যুক্ত করছেন জোলি? হলিউডি গসিপ ম্যাগাজিন গুলো বলছে, কম্বোডিয়ান চিত্রনির্মাতা এবং গীতিকার প্রাচ লির সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছেন ম্যালফিসেন্ট খ্যাত এই অভিনেত্রী। তবে জোলি প্রাচ লিকে একজন ভালো বন্ধু বলে অভিহিত করেছেন সাংবাদিকেদের কাছে। জোলি তার কাজের প্রতি শ্রদ্ধা ভাব পোষণ করেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ব্র্যাড পিটের সঙ্গে জোলির সংসার ভাঙ্গে ২০১৬ সালে। সেলিব্রিটিদের মধ্যে এই জুটি ছিলো ব্যাপক জনপ্রিয়। ছয় সন্তান নিয়ে দুজনের মাঝে দ্বন্দ্বের কারণে তাদের বিচ্ছেদ হয়।
সারাবাংলা/টিএস/এলটিই